Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভৌগলিক ও অর্থনৈতিক

ফান্দাউক ইউনিয়ন: জনসংখ্যাঃ ১৩,৭২৮ জন, ০৪টি গ্রাম নিয়ে গঠিত এ ইউনিয়ন। গ্রামগুলোর নাম হচ্ছে-আতুকুড়া, ফান্দাউক, রসুলপুর ও উত্তর সিংহগ্রাম। বর্তমান চেয়ারম্যানের নাম মোঃফারুকুজ্জামান (২০১১ সালে নির্বাচিত)এখানকার জনগণ ব্রাহ্মনবাড়িয়ার আঞ্চলিক ভাষায় কথা বলে। এ ছাড়া ও সিলেটের ভাষার মিশ্রণ রয়েছে।

এখানে বিভিন্ন ধর্মের লোক  সম্প্রিতির সাথে বসবাস করে এবং তাদের নিজেস্ব সংস্কৃতি পালন করে থাকে।

মুসলমানদের ঈদ-উল-ফেতর, ঈদ-উল-আযহা,সবেবরাত,সবেকদর,ঈদে মিলাদুন্নবী, হিন্দুদের দূগা পূজা,লক্ষ্মীপূজা, রথযাত্রা ইত্যাদি মহা সমারোহে পালন করা হয়।