Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

একনজরে ফান্দাউক ইউনিয়ন

শিক্ষা ও সংস্কৃতি লীলাভূমি ব্রাহ্মণবাড়িয়া জেলার উত্তরাঞ্চলের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ইউনিয়ন ফান্দাউক। ভলভদ্র নদী বিধৌত প্রকৃতির অপরূপ সৌন্দর্যমন্ডিত ফান্দাউক এলাকাটির পরিচিতি ব্যাপক। বিশেষ করে ব্যবসা-বাণিজ ও পাঠক্ষেত্রে এর সুনাম জেলা ও দেশের গন্ডি অতিক্রম করে উপ-মহাদেশ ব্যাপী  বিস্তৃত হয়েছিল। অতীতের শত ঐতিহ্যমন্ডিত ফান্দাউক বর্তমানে নানাদিক থেকে উপেক্ষিত ও অবহেলিত।
ক) নাম – ৭নং ফান্দাউক ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন –  ৬(বর্গ মাইল) চৌহদ্দীঃ উত্তরে কলকল শব্দে বয়ে চলা বলভদ্র নদী,যার উত্তর উপকূলে লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়ন।পশ্চিমেও বলভদ্র নদী ও দক্ষিণে নাসিরনগর উপজেলার বুড়ীশ্বর ইউনিয়ন। পূর্বে মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়ন।
গ) লোকসংখ্যা – ১৬৬৬৭ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ০৪ টি।
ঙ) মৌজার সংখ্যা –  ০৩ টি।
চ) হাট/বাজার সংখ্যা -৩ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – বাস,সিএনজি,রিক্সা।
জ) শিক্ষার হার – ৭০%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৪ টি,
    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০১টি,
    কিন্ডার গার্ডেন ১টি,   
    উচ্চ বিদ্যালয়ঃ ১টি,
  
   দাখিল মাদ্রাসা- ১টি, কওমী মাদ্রাসা ০১টি, হাফিজিয়া মাদ্রাসা ২ টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোঃ ফারুকুজাম্মান ফারুক
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ৫ টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – সূফীসাধক হযরত পীরে কামেল সৈয়দ নাছিরুল হক মাছুম সাব-ত্রর   মাজার,বিখ্যাতপাগল শংকর মন্দির,আকাশামান উচু ইসকন মন্দির, ফান্দাউক  বাজার, প্রাচীন কালে নির্মিত কয়েকটি বাড়ী।
ঠ) ইউপি কমপ্লেক্স স্থাপন কাল –২০০৭ ইং।
ঢ) গ্রাম সমূহের নাম –
০১.ফান্দাউক
০২.রসুলপুর
০৩.আতুকুড়া
০৪.উওর সিংহগ্রাম
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
               ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
              ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৬ জন।
উল্লেখ...
ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র-১টি।
কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র-০১টি।
ইউনিয়ন ভূমি অফিস-১টি।
পোস্ট অফিস- ১টি
নদী-বলভদ্র, খাল-চামারী।